আখেরি মোনাজাতের মাধ্যমে ২য় পর্বের সমাপ্তিঃ ২০২৬ বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত তাবলিগ জামাতের শুরায়ে নেজাম অনুসারী তাবলীগের সাথীদের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ২৭ মিনিট পর মোনাজাত শেষ হয়। এটি পরিচালনা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদ ও মাদ্রাসার একমাত্র মোতোয়ালি হযরত মাওলানা জুবায়ের সাহেব দাঃ বাঃ।
আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনাঃ
মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ, রহমত, হেদায়েত এবং সকল প্রকার বালা-মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। তুরাগ তীরের বিশাল ইজতেমা ময়দান “আমিন আমিন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।২০২৬ সালের ইজতেমার তারিখ ঘোষণাঃ
মোনাজাত শেষে ইজতেমার মঞ্চ থেকে হযরত মাওলানা জুবায়ের সাহেব দাঃ বাঃ নিজের জবানে ২০২৬ সালের ৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন।প্রথম পর্ব:
২ জানুয়ারি – ৪ জানুয়ারি, ২০২৬।
দ্বিতীয় পর্ব:
৯ জানুয়ারি – ১১ জানুয়ারি, ২০২৬।
এই ইজতেমা শুরায়ে নেজামের তত্ত্বাবধানে যথারীতি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
এই ইজতেমা শুরায়ে নেজামের তত্ত্বাবধানে যথারীতি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।