টঙ্গী ইজতেমার (৩১ শে জানুয়ারি, ১ লা ও ২ রা ফেব্রুয়ারি ২০২৫ - ১ম ধাপ এবং ৩ রা, ৪ ঠা ও ৫ ই ফেব্রুয়ারি ২০২৫ - ২য় ধাপ) তাকাজা সমূহ
তারিখঃ ০৪/০২/২৫২৫ ইং
বিসমিহি তায়ালা
একই ভাবে দেশী যত জামাত শহর, থানা ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছাবে তাদের কাম শেখানো, নগদ জামাত বের করা ও প্রতিটি মসজিদে পাঁচ কাম মজবুত করার চেষ্টা করা।
আপনাদের জেলা/থানা/ইউনিয়ন থেকে যে সমস্ত ভাইয়েরা আল্লাহ পাকের রাস্তায় বের হয়েছে তাদের বাড়ী ঘরের নুসরতের জন্য মাশওয়ারা করে মা-বোন-বিবিসহ যাওয়া ও তাদের খুরুজের স্থানে গিয়ে নুসরত করা।
ইজতেমা থেকে যে সমস্ত ভাইদের আল্লাহ্ পাকের রাস্তায় বের হওয়ার এরাদা ছিল কিন্তু কোন ওজরের কারণে বের হতে পারেনি তাদের কাছে আবার উছুলি গাশ্ত করে আল্লাহ্ পাকের রাস্তায় বের করার কোশেশ করা। ইন শা আল্লাহ্ এর দ্বারা জেলার আজাইম ও খুরুজের মধ্যে ব্যবধান কমে আসবে।
আলহামদুলিল্লাহ্ ইজতেমায় আপনাদের জেলা থেকে বিরাট মজমা এসেছিল এবং এক ভারী মজমা ময়দানের আশেপাশে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে দোয়ায় শরিক হয়েছে, এটাকে উপলক্ষ্য করে ঐসব ভাইদের মসজিদের মোকামী কামে জুড়িয়ে ধীরে ধীরে তিন দিন, চিল্লা/তিন চিল্লার জন্য বের করার চেষ্টা করা।
ইজতেমার মওকায় যে সমস্ত ওলামা হাযরাতগণ ও খাওয়াছ সাথীগণ আপনাদের সাথে খিত্তার মধ্যে কষ্ট করে অবস্থান করেছেন, ফিরে গিয়ে তাদেরকে দাওয়াতের কামে জোড়ানোর কোশেশ করা। টঙ্গী ইজতেমায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন। তাই বছরের শুরু থেক কলেজ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গুলোতে বড়দের বাতানো তরতীবের সাথে ছাত্রদের কাজ বাড়ানোর চেষ্টা ফিকির করা। অনুরূপভাবে মাদ্রাসার তোলাবাগণের ইজতেমার শিরকত অবর্ণনীয়। তাই জেলার ও হালকার প্রতিটি মাদ্রাসার সঙ্গে রাবেতা কায়েম করে ইমতেহানের পর রমাযানের ছুটির মওকায় এক চিল্লা/ তিন চিল্লা ও দাওরা ফারেগীনদের সালের জন্য তৈরী করার জন্য এখন থেকে চেষ্টা করা।
ইজতেমা থেকে বের হওয়া ১ম ধাপের জামাতগুলোর ওয়াপেসি আগামী ১১ ই মার্চ থেকে ১২ ই মার্চ ২০২৫ এবং ২য় ধাপের জামাতগুলোর ওয়াপেসি আগামী ১৪ ই মার্চ থেকে ১৫ ই মার্চ ২০২৫ পর্যন্ত টঙ্গী টিনশেডে হবে ইনশা আল্লাহ, অতএব ঐ সমস্ত প্রতিটি জেলা থেকে ৫/৬ জন মোনাসেব সাথী টঙ্গীর শেডে এসে স্ব স্ব জেলার জামাতের হালাত শোনা ও বিভিন্ন মাসলা-মাসায়েল হাল করে সাথীদেরকে তিন চিল্লার জন্য তৈরী করলে বহুতি ভাল হয়।
টঙ্গী ইজতেমা ও পুরানাদের ৫ দিনের জোড় থেকে বাহির মূলকের জন্য মাসের পুরুষের জামাত ও ২ মাসের মাস্তুরাতসহ জামাত তৈরী হয়েছে তা সময়ানুযায়ী উসুল করে কাকরাইলে পাঠানোর কোশেশ করা।
আসন্ন রমাযানের খুরুজ ১৩ ই শাবান ১৪৪৬/১৩ ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৪ শে শাবান ১৪৪৬/ ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদে হবে ইনশা আল্লাহ্। তবে ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেট, ভোলা ও কক্সবাজার জেলার শুক্রবারের (১৪ ই ফেব্রুয়ারি ও ২১ শে ফেব্রুয়ারি) জামাত মার্কাজে ১/২ দিন অবস্থান করে কাকরাইলের তাশকিলের জামাতের সাথে সমন্বয় করে কাকরাইলে পাঠালে ভাল হয় যাতে কিনা এক দিনে বেশি ভারী সংখ্যক জামাত কাকরাইলে না হয় ও জামাতগুলো যথাযথ ভাবে সামলানো যায়।
তবে আগামী ২৫ শে শাবান ১৪৪৬/ ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২ রা রমাযান ১৪৪৬/ ৩ রা মার্চ ২০২৫ পর্যন্ত জামতগুলো নিম্নলিখিত ভাবে আসবে -
ক) ২৫ টি জেলা অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের খুরুজের মজমা কাকরাইল মসজিদে আসবেন।
খ) অনুরূপভাবে বাকী ৩৮ জেলা অর্থাৎ পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, ব্রাহ্মবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনার খুরুজের মজমা টঙ্গী টিন শেডে আসবেন।
গ) ঢাকা শহরের কাকরাইল, মোহাম্মদপুর ও কেরাণীগঞ্জের শবগুজারী পয়েন্টের খুরুজের মজমা কাকরাইল মসজিদে এবং বাকী শবগুজারী পয়েন্ট যথা সাভার, মিরপুর, যাত্রাবাড়ী, টঙ্গী, ডেমরা, দোহার থানা, নবাবগঞ্জ থানা, এবং ধামরাই থানার খুরুজের মজমা টঙ্গী টিন শেডে উল্লেখিত তারিখে আসবেন ইনশা আল্লাহ্।
আগামী ত্রি মাসিক মাশওয়ারা ইনশা আল্লাহ্ ১৪ ও ১৫ ই মার্চ ২০২৫ (শুক্রবার ও শনিবার) টঙ্গী টিন শেডে অনুষ্ঠিত হবে; মাশওয়ারার আমল সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে।
ইন্দো-পাক ও বাংলাদেশের বড়রা পরামর্শ করেছেন যে আগামী বছরের ইজতেমার ১ম পর্ব ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ শে ও ২য় পর্ব ৯, ১০ ও ১১ জানুয়ারি ২০২৬ শে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ্ এবং পুরানোদের ৫ দিনের জোড় ২৮, ২৯, ৩০ নভেম্বর, ১, ২ ডিসেম্বর ২০২৫ শে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ্।