টঙ্গীর ইজতেমা ২০২৫ঃ আগের মতোই, শুধু বাতিলরা আলাদা হয়েছে
বিশ্ব ইজতেমা ২০২৫-এর প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, ইন শা আল্লাহ। এবারের ইজতেমাও হবে আগের মতোই, ঈমান ও ইলমের সেই একই ধারাবাহিকতায়, তবে বাতিলপন্থীরা আলাদা হয়ে গেছে।
ইজতেমার মূল আয়োজনঃ
🎙️ মুকাব্বির:
মুফতি আমানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ সেই আগের সুরেই তাকবির দেবেন, যা উপস্থিত মুমিনদের হৃদয়ে ঈমানের জযবা জাগিয়ে তুলবে।🎙️ জুমার খুতবা:
মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ জুমার খুতবা প্রদান করবেন, যিনি দীর্ঘদিন ধরে তাবলীগের মূল ধারাকে ধরে রেখেছেন।🎙️ আম বয়ান:
প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বেও আম বয়ান করবেন মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ।🎙️ বাদ মাগরিব বয়ান:
▪️ মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব হাফিজাহুল্লাহ – যিনি ‘বাহরুল ইলম’ (ইলমের সমুদ্র) নামে পরিচিত।▪️ মাওলানা আহমদ লাট সাহেব হাফিজাহুল্লাহ – যাঁর আপসহীন কণ্ঠ বিশ্ববাসীকে হকের দিকে আহ্বান করে।
🎙️ বয়ানের তর্জমা:
বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য বয়ানের অনুবাদ করবেন –▪️ মাওলানা জোবায়ের সাহেব হাফিজাহুল্লাহ
▪️ মাওলানা ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ
▪️ মাওলানা নূর-উর-রাহমান সাহেব হাফিজাহুল্লাহ
▪️ মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ
![]() |
টঙ্গীর ইজতেমা ২০২৫ঃ আগের মতোই, শুধু বাতিলরা আলাদা হয়েছে |
🎙️ ফজরের আগে তরগিব:
আগের মতোই ইজতেমা মাঠে ফজরের আগে রুহানিয়াত ও নূরানিয়াতভরা তরগিব দেওয়া হবে, যা অংশগ্রহণকারীদের আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ দেবে।🎙️ ছাত্রদের মজমায় বয়ান:
▪️ প্রফেসর নাদির শাহ▪️ ড. আব্দুল আউয়াল
▪️ ভাই ফারুক সাহেব
🎙️ মজমা জড়োকারী:
মাওলানা আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, যিনি তাবলীগের মূল ধারার একজন নিবেদিতপ্রাণ দায়ী।🎙️ তাশকিলের জিম্মাদার:
তাশকিল বা দাওয়াতি কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আনিস সাহেব।🎙️ ওলামা টেন্টের জিম্মাদার:
মাওলানা জাকির সাহেব হাফিজাহুল্লাহ, যিনি উলামায়ে কেরামের সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।🎙️ শনিবার আসরের পর বিবাহের খুতবা:
▪️ পূর্বে: মাওলানা জুবাইরুল হাসান (রাহিমাহুল্লাহ)▪️ বর্তমানে: তাঁর সুযোগ্য উত্তরসূরি মাওলানা জুহাইরুল হাসান হাফিজাহুল্লাহ
বাতিলদের ধোঁকা থেকে সতর্ক থাকার আহ্বানঃ
বর্তমানে কিছু বাতিলপন্থীরা নিজেদের স্বতন্ত্র পথ বেছে নিয়েছে, যা মূল তাবলীগি ধারার বিপরীতে। এই বিভ্রান্তি থেকে সকল মুসলমানকে সতর্ক থাকতে হবে এবং মূলধারার ইজতেমায় শরিক হয়ে দ্বীনের প্রচারে আত্মনিয়োগ করতে হবে।📅 ইজতেমার দ্বিতীয় পর্ব: ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫
📍 স্থান: টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান
ইনশা আল্লাহ, আমরা সবাই অংশগ্রহণ করবো!
আরও পড়ুনঃ ইজতেমার আখেরি মোনাজাত