কাকরাইলের চিঠি আগষ্ট ২০২৪
বিসমিহি তা'য়ালা
তারিখঃ ২২/০৮/২০২৪
মোহতারামীন ও মোকাররামীন আহলে শুরা হাযরাত ও কামকরনেওয়ালা জিম্মাদার সাথীগণ, সকল জেলা ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
উম্মিদ হয় যে খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহেনতে মশগুল আছেন এবং গত ত্রি মাসিক মাশওয়ারায় ফয়সালাকৃত উমূর সমূহ অজুদে আনার জন্য জানতোর মেহেনত করছেন।
নবীওয়ালা এই মহান দাওয়াতের কাজে ছাত্র-নওজোয়ান তবকাকে সম্পৃক্ত করার জন্য আমাদের বড়রা কাজের শুরুর জামানা থেকে চেষ্টা-ফিকির করে এসেছেন । আপনারা অবগত আছেন যে এ বছর এইচ এস সি ও আলিম পরীক্ষা (বাকি পরীক্ষা) আর অনুষ্ঠিত হবে না । অতএব এ ব্যাপারে কাকরাইলের মাশওয়ারায় তায় হয়েছে যে যাতে সব ছাত্ররা আল্লাহ্ পাকের রাস্তায় কম বেশী ওয়াক্ত নিয়ে বের হয় এবং আল্লাহ্ পাকের হুকুম ও রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের পাকিজা তরীকায় জিন্দেগী কাটাতে পারে, এই জন্য প্রতিটি মসজিদে ছাত্রদের তালিকা বানিয়ে গাস্তের এহতেমাম করা এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা আল্লাহ্ পাকের রাস্তায় বের হচ্ছেন তাদের ওয়াক্ত কিমতি বানানোর জন্য তাদের সাথে অভিভাবক ও পুরানো সাথীদেরও চিল্লার জন্য বের হওয়া একান্ত জরুরী।
সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত।
আরজ গুজার
হযরত মাওলানা মোহাম্মদ ফারুক
আহলে শুরা
তাবলীগ জামাত বাংলাদেশ,
কাকরাইল, রমনা, ঢাকা ।