তাবলীগের সাথীদের শিখার মতো জরুরি কিছু মাসনুন দুয়া
তাবলীগের কাজ হলো দাওয়াত, যা মানুষের জীবনকে দ্বীনের পথে ফিরিয়ে আনার চেষ্টা। দাওয়াতের মাধ্যমে মানুষকে ইসলামের সঠিক পথে পরিচালিত করার পাশাপাশি নিজেদের চরিত্র ও আমলকে সংশোধন করা হয়। এই কাজ করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষত দৈনন্দিন জীবনের ছোট বড় কাজে, রাসূলুল্লাহ (সা.) এর শেখানো মাসনুন দোয়া পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। কারণ এটি আমাদের ইবাদতকে পূর্ণাঙ্গ করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে আবদ্ধ রাখে। তাবলীগের সাথীদের জন্য মাসনুন দোয়া জানা ও তা আমল করা তাদের দাওয়াতের কার্যক্রমে আরো অধিক বরকত বয়ে আনে। এখানে গুরুত্বপূর্ণ কিছু মাসনুন দুয়া উচ্চারণসহ দেওয়া হলো যা আমরা চিল্লা তিন চিল্লা বা ৩ দিনের সফরে গিয়েও শিখতে পারি।
১. মসজিদে প্রবেশের দোয়াঃ
আরবি:
بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُولِ اللّٰهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَবাংলা:
“বিসমিল্লাহি ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মাফতাহ্লী আবওয়াবা রাহমাতিক।”অর্থ:
“আল্লাহর নামে, সালাত ও সালাম হোক রাসূলুল্লাহর উপর। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।”
২. মসজিদ থেকে বের হওয়ার দোয়াঃ
আরবি:
بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُولِ اللّٰهِ، اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَবাংলা:
“বিসমিল্লাহি ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।”অর্থ:
“আল্লাহর নামে, সালাত ও সালাম হোক রাসূলুল্লাহর উপর। হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।”
৩. খানা শুরুর দোয়াঃ
আরবি:
بِسْمِ اللّٰهِ وَعَلٰى بَرَكَتِ اللّٰهِবাংলা:
“বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।”অর্থ:
“আল্লাহর নামে এবং তাঁর বরকতের উপর নির্ভর করে খাচ্ছি।”
৪. খানা শেষের দোয়াঃ
আরবি:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَবাংলা:
“আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাক্বানা ওয়া জাআলানা মিনাল মুসলিমীন।”অর্থ:
“সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম করেছেন।”
৫. মেহমানের খানা শেষের দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي وَاسْقِ مَنْ سَقَانِيবাংলা:
“আল্লাহুম্মা আতয়িম্মান আতয়ামানি ওয়াসাক্বিমান ছাক্কানি।”অর্থ:
“হে আল্লাহ! যিনি আমাকে আহার করিয়েছেন, তাকে আহার দান করুন। এবং যিনি আমাকে পান করিয়েছেন, তাকে পান করান।”
৬. ইস্তিন্জার আগের দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِবাংলা:
“আল্লাহুম্মা ইন্নি আয়ুজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবাইছ।”অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার কাছে পাপ ও অপবিত্রতাগুলো থেকে আশ্রয় চাই।”
৭. ইস্তিন্জার পরের দোয়াঃ
আরবি:
غُفْرَانَكَ، اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذٰى وَعَافَانِيবাংলা:
“গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া য়াফানি।”অর্থ:
“হে আল্লাহ! আপনার ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছেন এবং সুস্থতা দান করেছেন।”
৮. ঘুমের আগের দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَاবাংলা:
“আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ্ইয়া।”অর্থ:
“হে আল্লাহ! আপনার নামেই আমি মরি এবং বাঁচি।”
৯. ঘুম থেকে উঠার পরের দোয়াঃ
আরবি:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُবাংলা:
“আলহামদুলিল্লাহিল্লাজি আহ্ইয়ানা বা'য়াদা মা আমাতানা ওয়া ইলাইহিন্নুশুর।”অর্থ:
“সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছেন এবং তাঁর কাছেই প্রত্যাবর্তন।”
১০. যানবাহনের দোয়া
আরবি:
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُونَবাংলা:
“সুবহানাল্লাজী ছাখারলানা হাজা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন ক্বলিবুন।”অর্থ:
পবিত্র মহান আল্লাহ, যিনি আমাদের জন্য এই যানবাহনকে সহজ করে দিয়েছেন, যদিও আমরা এর মালিক ছিলাম না। এবং নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে ফিরে যেতে বাধ্য।যানবাহনে উঠার সময় প্রথমে ডান পা দিয়ে উঠে বিসমিল্লাহ বলবে। তারপর তিনবার “আলহামদুলিল্লাহ্” ও তিনবার “আল্লাহু আকবার” বলার পর উপরোক্ত দোয়া পাঠ করবে। অতঃপর তিনবার “সুবহানাল্লাহ” বলবে এবং আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসবে।১১. বাজারের দোয়াঃ
আরবি:
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌবাংলা:
“লা-ইলাহা-ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহ্ই ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিইয়াদিহিল খাইরি ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির।”অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। তাঁরই রাজত্ব, তাঁরই প্রশংসা। তিনি জীবিত করেন এবং মৃত্যুর পর আবার জীবিত করবেন। তিনি চিরঞ্জীব, মৃত্যুহীন। তাঁর হাতে সব ভালো কিছু, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী।১২. সফর অবস্থায় পড়ার দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اَللّٰهُمَّ اصْحَبْنَا فِي السَّفَرِ وَاخْلُفْنَا فِي الْأَهْلِবাংলা:
“আল্লাহুম্মা আনতাচ্ছাহিবু ফিচ্ছফরি ওয়াল খলিফাতু ফিল আলি আল্লাহুম্মাছ হাবনা ফিচ্ছফরি ওয়াখ লুফনা ফি আহলি।”অর্থ:
হে আল্লাহ! তুমি সফরের সঙ্গী এবং পরিবারে আমার প্রজা (সুযোগ্য প্রতিনিধি)। হে আল্লাহ! আমাদের সফরে সঙ্গী হও এবং আমাদের পরিবারে ভালোভাবে ফিরে আসার ব্যবস্থা কর।১৩. মজলিস শেষের দোয়াঃ
আরবি:
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَবাংলা:
“সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা - ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।”আরবি:
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
অর্থ:
তুমি পবিত্র, হে আল্লাহ! তোমার প্রশংসা সহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার কাছে তওবা করি।
১৪. পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়ার দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ أَعِنِّي عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَবাংলা:
“আল্লাহুম্মা আয়িন্না আলা জিকরিকা ওয়া শোকরিকা ওয়া হুসনি এবাদাতিক।”অর্থ:
"হে আল্লাহ্, আমাকে তোমার স্মরণ, তোমার শোকর এবং তোমার ইবাদত করার সঠিকতা প্রদান করুন।"
১৫. সকাল সন্ধ্যায় পড়ার দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِবাংলা:
“আল্লাহুম্মা আজিরনা মিনান্নার।”অর্থ:
“আল্লাহ, আমাদেরকে দোযখের আগুন থেকে রক্ষা করুন।”(ফজর ও মাগরিবের পরে ৭ বার করে)।১৬. ফজরের পর পড়ার দোয়াঃ
আরবি:
سُبْحَانَ اللّٰهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِবাংলা:
“সুবহানাল্লাহিল আযিমী ওয়া বিহামদিহী।”অর্থ:
“মহান আল্লাহ পবিত্র, এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য।”(ফজরের পর তিনবার পড়লে অন্ধত্ব, প্যারালাইসিস, কুষ্ঠ ও পাগল থেকে হেফাজতে থাকবে)।১৭. শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়াঃ
আরবি:
أَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِবাংলা:
“আ’য়ুজুবিল্লাহি মিনাশ্যাইত্বনির রাযিম।”অর্থ:
“আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের থেকে আশ্রয় চাই।” (ফজরের পরে ১০ বার পড়লে সারাদিন শয়তানের ধোকা থেকে হেফাজতে থাকবে)।১৮. শুক্রবার আছরের পর দরুদ পড়াঃ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلٰى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًاবাংলা:
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহম্মাদিনীন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।” (৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হবে)।অর্থ:
“হে আল্লাহ! আপনি আমাদের নবী, উম্মী নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দয়া এবং শান্তি বর্ষণ করুন এবং তার পরিবারের ওপরও।”১৯. হালাল রিযিকের জন্য দোয়াঃ
আরবি:
اَللّٰهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَবাংলা:
“আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগুনিনি বিফাদলিক আম্মান ছিওয়াক।”অর্থ:
“হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল রিজিকে সন্তুষ্ট করুন এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন। আপনার অনুগ্রহে আমাকে এমনভাবে অভাবমুক্ত করুন, যেন অন্য কারো প্রয়োজন না হয়।”২০. ঘর থেকে বের হওয়ার দোয়াঃ
আরবি:
بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِবাংলা:
“বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ্।”بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ
অর্থ:
"আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর ওপর ভরসা করলাম।"
২১. ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া
আরবিঃ
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَاবাংলা:
“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রব্বুনা তাওয়াক্কালনা।”অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার কাছে কল্যাণময় প্রবেশ এবং কল্যাণময় প্রস্থান প্রার্থনা করছি। আল্লাহর নামে আমরা প্রবেশ করি এবং আল্লাহর নামে বের হই। আমাদের রব আল্লাহর উপরই আমরা নির্ভর করি।”