কাকরাইলের চিঠি ২৯ ডিসেম্বর ২০২৪

বিসমিহি তা'য়ালা
কাকরাইলের চিঠি ২৯ ডিসেম্বর ২০২৪
কাকরাইলের চিঠি ২৯ ডিসেম্বর ২০২৪

মোহতারামীন ও মোকাররামীন আহলে শুরা হাযরাত ও কামকরনেওয়ালা জিম্মাদার সাথীগণ- সকল জেলা।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ,

উম্মিদ হয় যে, খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের এবং আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন। খাছ করে গত পুরানোদের পাঁচ দিনের জোড় থেকে যে সমস্ত তাকাজাসমূহ পেশ করা হয়েছিল তা জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে উযুদে আনার জন্য সকল সাথীদেরকে নিয়ে জানতোড় মেহনত করছেন।

আপনারা অবগত আছেন যে, আগামী টঙ্গী বিশ্ব ইজতেমা (৩১ জানুয়ারি, ০১ ফেব্রুয়ারি ও ০২ ফেব্রুয়ারি-২০২৫) অতি সন্নিকটে। এমতাবস্থায় আমাদের নজরকে অন্য কোন দিকে না নিয়ে একসুইভাবে ইজতেমার কামিয়াবীর জন্য জেলা, থানা, ইউনিয়নের সকল সাথীদের নিয়ে জানতোড় মেহনত করা জরুরী। বিশেষ করে গত পুরানোদের পাঁচ দিনের জোড়ে আপনারা বাহির মুলকের ০৫ মাস ও দেশের জন্য ৩ চিল্লা/১ চিল্লার যে আজাইম দিয়েছেন তা পুরা করার জন্য আনথাক মেহনত করলে বহুতি ভাল হয়।

এছাড়া জেলার সকল তবকা যথা খাওয়াছ, গোরাবা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বধির ইত্যাদি তরকার উপর মেহনত করা এবং বাস, ট্রেন, লঞ্চ, হাট-বাজার ইত্যাদি গাফলতের এলাকায় ৭/১০ দিনের জামাত পাঠিয়ে মেহনতকে বাড়ানো যাতে করে পুরা উম্মতের মধ্যে দোবারা পাকিজা আমল দাওয়াত, তালিম, জিকির ও ইবাদত জিন্দা হয়। পাশাপাশি দোয়ার এহতেমাম করা এবং মা-বোনদেরকেও এই ব্যাপারে ফিকিরবান করা।

এছাড়া জেলার ও হালকার জিম্মাদার সাথীগণ ৭/১০ দিনের জামাত বানিয়ে উপজেলা/থানা/ইউনিয়নে সফর করা এবং ইজতেমার কয়েকদিন পূর্বে মসজিদে বিছানা ফেলে ইজতেমার সকল তাকাজাসমূহ পুরা করার জন্য ভরপুর মেহনতের কোশেষ করা।

আল্লাহপাক আমাদের সবাইকে এখলাছের সাথে মউত পর্যন্ত নবীওয়ালা এ কাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন।

সকল সাথীদের কাছে সালাম ও দোয়ার দরখাস্ত ।

আরজ গুজার
হযরত মাওলানা ওমর ফারুক
আহলে শুরা, তাবলীগ জামাত বাংলাদেশ
কাকরাইল, রমনা, ঢাকা-১০০০।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url