কাকরাইলের চিঠি ০৯ ডিসেম্বর ২৪

বিসমিহি তা'য়ালা
কাকরাইলের চিঠি ০৯ ডিসেম্বর ২৪
কাকরাইলের চিঠি ০৯ ডিসেম্বর ২৪
মোহতারামীন ওয়া মোকাররামীন আহলে শুরা হাযরাত ও কামকরনেওয়ালা জিম্মাদার সাথীগণ- সকল জেলা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

উম্মিদ হয় যে, আল্লাহ পাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহনেতে মশগুল আছেন ।

খাস করে গত পুরানাদের জোড় (২৯ নভেম্বর- ০৩ ডিসেম্বর, ২০২৪) হইতে প্রদত্ত তাকাজা সমূহ পুরা করার জন্য সাথীদের নিয়ে জুড়ে মিলে মেহনত করছেন। আল্লাহ পাক সবাইকে ভরপুর কবুল ফরমান, আমিন।

আপনারা এই ব্যাপারে অবগত আছেন যে, প্রতি বছর উল্লেখযোগ্য তোলাবা কওমী মাদ্রাসার বোর্ড থেকে দাওরা ফারেগ হয়ে থাকেন । এছাড়াও ওলামা হাযরাতগণ ও আসাতেজাকেরামগণ রমজানের মওকায় সাল/৩ চিল্লা/১ চিল্লা ওয়াক্ত আল্লাহ পাকের রাস্তায় লাগানো শুরু করেন এবং অন্যান্য জামাতের ছাত্ররাও এমতেহানের পরে কম বেশী ওয়াক্ত আল্লাহ পাকের রাস্তায় লাগান । নবীওয়ালা এই উঁচু মেহতের সাথে ওলামা হাযরাতগণের সম্পৃক্ততা আমাদের দেশের জন্য একটি বিরাট নেয়ামত, হযরতজী ইলিয়াস সাহেব (রহঃ) এর দিলের বড় আরজু ছিল যে, প্রতিটি জামাতের সাথে একজন ক্বারী ও একজন আলেম থাকেন । এই উদ্দেশ্যেকে সামনে নিয়ে প্রতি বছর বাংলাদেশের মাদ্রাসাসমূহে মেহনতের জন্য কাকরাইল থেকে সাল/কম-বেশী ওয়াক্ত লাগানা ওলামা হাযরাতগণ ও জিম্মাদার সাথীদের জামাত বিভিন্ন জেলায় সফর করেন এবং তোলাবা ও আসাতেজায়েকেয়ারামগণের তাশকিল-তরতীবের ব্যবস্থা করে থাকেন। উল্লেখিত মাদ্রাসা মেহনতের জমাত তৈরীর জন্য অদ্য কাকরাইলের পরামর্শে তায় হয়েছে যে, বিভিন্ন জেলা থেকে সাল/কম-বেশী ওয়াক্ত লাগানো ওলামা হাযরাতগণ ও পুরানা মোনাসের সাথীদের এই তাকাজা পূরা করার জন্য আগামী ২৮/১২/২০২৪ ইং তারিখ, রোজঃ শনিবার, সকাল ৮ টায় টঙ্গী টিন শেড মসজিদে শিরকত করলে বহুতি ভাল হয় ৷"

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে দ্বীনি মোবারক মেহনত এর জন্য কবুল ফরমান ।

সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত ।

আরজগুজার
হযরত মাওলানা মোঃ ফারুক
আহলে শুরা,তাবলীগ জামাত বাংলাদেশ
কাকরাইল, রমনা, ঢাকা-১০০০।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url