ঈমান, নামায ও বিভিন্ন বিষয় সম্পর্কিত চল্লিশ হাদিস
![]() |
"যে ব্যক্তি আমার উম্মতের জন্য দ্বীনের কোনো বিষয়ে চল্লিশটি হাদিস সংকলন করবে, আল্লাহ তা’আলা তাকে কিয়ামতের দিন ফকিহদের দলে উঠাবেন।" (মিশকাত) |
হাদীস শরীফে চল্লিশ হাদিস সংকলনের ফজিলত সম্পর্কে উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"যে ব্যক্তি আমার উম্মতের জন্য দ্বীনের কোনো বিষয়ে চল্লিশটি হাদিস সংকলন করবে, আল্লাহ তা’আলা তাকে কিয়ামতের দিন ফকিহদের দলে উঠাবেন।" (মিশকাত)
তাই মুসলিম উম্মাহর দ্বীনী জীবনকে সমৃদ্ধ করতে বিভিন্ন বিষয়ে নির্বাচিত চল্লিশ হাদিস সংকলন এক মহান কাজ।
এই লেখায় ঈমান, নামায, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাদিসগুলো থেকে চল্লিশটি হাদীস সংকলিত করা হয়েছে, আমরা আমলের নিয়তে মুখস্থ করতে পারি।
--------------------------
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন:
১. আল্লাহর উপর ঈমান আনবে অর্থাৎ তাঁর জাত ও গুণাবলীর উপর বিশ্বাস করবে।
২. পরকালের উপর বিশ্বাস করবে।
৩. ফেরেশতাদের উপর বিশ্বাস করবে।
৪. আসমানী কিতাবসমূহের উপর বিশ্বাস করবে।
৫. সমস্ত নবীদের উপর বিশ্বাস করবে।
৬. মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস করবে।
৭. ভাল-মন্দ সব আল্লাহর তরফ থেকে হয় এই তত্ত্বের উপর বিশ্বাস করবে।
৮. স্বাক্ষী দিবে এই বলে যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল।
৯. বেহেশতের মূল্য "লা-ইলাহা ইল্লাল্লাহ।"
১০. নামায বেহেশতের চাবি।
১১. আল্লাহ জাল্লাশানুহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামায ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে।
১২. নামাযের ব্যাপারে আল্লাহকে ভয় কর।
১৩. নামায দ্বীন ইসলামের খুঁটি।
১৪. নামাযের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়।
১৫. নামায মুমিনের নূর। নামায শ্রেষ্ঠ জিহাদ।
১৬. দেহের জন্য যেমন মাথা, দ্বীনের জন্য তেমন নামায।
১৭. সময়মত নামায পড়া সর্বশ্রেষ্ঠ আমল।
১৮. প্রত্যেক নামায পূর্ণভাবে ওযু করে সময়মত পড়ো।
১৯. দিবা-রাত্রির মধ্যে ১২ রাক‘আত সুন্নতে মোয়াক্কাদা আদায় করবে।
২০. বিতর নামায কখনো ছাড়বে না।
২১. যে কোনো অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়বে না।
২২. প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য দ্বীনি ‘ইলম অর্জন করা ফরজ।
২৩. তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।
২৪. কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।
২৫. ‘ইলমে দ্বীন চর্চার একটি মজলিস ষাট বছরের নফল ইবাদত হতে উত্তম।
২৬. যাকাত আদায় করবে।
২৭. রমজান মাসে রোজা রাখবে।
২৮. যদি সম্পদ থাকে তবে হজ্জ করবে।
২৯. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
৩০. পিতা-মাতার অবাধ্য হবে না।
৩১. মদ পান করবে না।
৩২. জিনা করবে না, মিথ্যা স্বাক্ষী দিবে না।
৩৩. নিজের মুসলিম ভাইয়ের গীবত করবে না।
৩৪. আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে।
৩৫. বিপদে ধৈর্য ধারণ করবে।
৩৬. লজ্জা ও পবিত্রতা ঈমানের অঙ্গ।
৩৭. প্রভাতের ঘুম স্বচ্ছলতাকে দূর করে।
৩৮. সুদদাতা, সুদগ্রহীতা, সুদের স্বাক্ষী এবং সুদ লেখকের উপর আল্লাহ ও ফেরেশতাদের অভিশাপ।
৩৯. প্রতারণাকারী আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
৪০. হারাম ভক্ষণকারী বেহেশতে প্রবেশ করবে না।
---------------------------
(বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, বায়হাকি ইত্যাদি হাদিস গ্রন্থ থেকে সংগৃহীত)