মাস্তুরাতসহ জামাতে গিয়ে বাসা দেখা

মাস্তুরাতসহ জামাতে গিয়ে বাসা দেখা
মাস্তুরাতসহ জামাতে গিয়ে বাসা দেখা
১) জামাতে থাকাবস্থায় বাসা দেখার সময় বাসা দেখতে আসছি একথা না বলা বরং বাসা চিনতে আসছি একথা বলা ।

২) বাসায় ১০০% পর্দার ব্যবস্থা থাকা। বয়ানের সময় মাস্তুরাতের আলাদা রাস্তা দিয়ে প্রবেশের ব্যবস্থা থাকা।

৩) দেখার বিষয় হলো থাকার ঘর, রান্নাঘর, এবং টয়লেট। থাকার ঘরটা মসজিদের মতো ফার্ণিচারমুক্ত হলে ভালো হয় অর্থাৎ মাস্তুরাত যেন উপর নিচে না থাকে।

৪) ঘরটা সাদাসিধা হলে ভালো তাছির হয়।

৫) বাড়িটা যদি আলিশান হয় তখন এরূপ মনে করা যে, তারা মডার্ন ছিল এখন দ্বীনের মধ্যে আসতেছে।

৬) গ্রামের বাড়িতে টয়লেট, টিউবওয়েল, এবং গোসলের ব্যবস্থা ভিন্ন হলে ভালো হয় ।

৭) ৯ বছরের উপরে কোন পুরুষ বাসায় থাকবেনা। জামাতের সাথে মসজিদে থাকবে একথা বলে নেওয়া।

৮) কোন কমতি থাকলে রাগ না করা। বরং যে বিষয়ে কমতি আছে তা পুরা করার তরগীব দেওয়া।

৯) যত জিম্মাদার সাথীই হোক না কেন বাসায় জামাত ঢুকার আগে আরেকবার দেখে নেওয়া। যদিও জামাত আগে থেকেছে কিন্তু হালত পরিবর্তনও হতে পারে ।

১০) বাথরুমের সেন্ডেলের তলাটা পিচ্ছিল কিনা দেখে নেওয়া।

১১) প্রয়োজনে বাথরুমের ভেন্টিলেটরেও পর্দা লাগানো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url