মাস্তুরাতসহ জামাআ'ত বানানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলি

৩ দিনের জামাআতের শর্ত:


১। হালকা অথবা জেলার মারকাজের মাশওয়ারায় অনুমতি গ্রহণ করিতে হইবে।

২। স্বামী-স্ত্রী সফর উত্তম। শরীয়ত সম্মত অন্য মাহরামও থাকিতে পারে। মাহরাম কিছু ওয়াক্ত লাগানোওয়ালা হওয়া আবশ্যক। জামাআ'তের সাথে মাহরামের পূর্ণ সময় থাকা জরুরী। জামাআ'তে অবিবাহিত পুরুষ ১/২ জনের বেশী না হয় ৷

৩। সেলোয়ার-কামিজ, ওড়না, হাতে-পায়ে মোজা, বোরকা ও চোখঢাকা নেকাবসহ পূর্ণ ও সাদাসিধা লেবাস হইতে হইবে।

৪। বাচ্চাদের কখনও সাথে নেওয়া যাইবে না।

৫। ৩ দিনের জামাআতে অবিবাহিতা মেয়ে মায়ের সাথে যাইতে পারে। পুরা জামাআ'তে অবিবাহিতা মেয়ে ১/২ জনের বেশী না হয় । মায়ের অবর্তমানে যে মহিলার অধীনে অবিবাহিতা মেয়ে থাকে তার সাথেও যাইতে পারে, যদি পুরুষটি মাহরাম হন।

৬। জামাআ তে সাথীর সংখ্যা ৮ জোড়ার বেশী না হয় ।

৭। সব সময় অসুস্থ থাকেন, অধিক বৃদ্ধা ও দূর্বল মাস্তুরাত সফরে না যাওয়া চাই।

৮। প্রত্যেক জামাআ'তে ১/২ জন পুরাতন মাস্তুরাত থাকা চাই ।

৯। একবার ৩ দিন লাগানোর ২ মাস পর আবার ৩ দিনের জন্য যাইতে পারেন। পূরাতন সাথী মাশওয়ারা সাপেক্ষে তাকাজার উপর উহার পূর্বেও যাইতে পারেন।

১০/১৫ দিনের জামাআ'তের শর্ত:


১। জামাআ'তে সাথীর সংখ্যা ৫ জোড়ার কম ও ৮ জোড়ার বেশী না হয়। বিবাহের পর ৬ মাস অতিবাহিত হইয়াছে এমন হওয়া চাই। (তবে ৩ দিনের জামাআতের জন্য উক্ত ৬ মাসের শর্ত প্রযোজ্য নয়)।

২। মাস্তুরাত কমপক্ষে ৩ দিন ৩ বার সময় লাগানোওয়ালী হইতে হইবে। শেষ ৩ দিন লাগানোর পর যে কোন সময় ১০/১৫ দিনের জন্য যাইতে পারিবেন অর্থাৎ ২ মাস অপেক্ষা করা জরুরী নয়।

৩। অবিবাহিতা মেয়ে ও বাচ্চাকে সাথে নেওয়া যাইবে না।

৪। মাহরাম বিবাহিত, কমপক্ষে ১ চিল্লা লাগানোওয়ালা, দাঁড়ি বিশিষ্ট হইতে হইবে, ভারী বয়স্ক হওয়া বেশী মুনাসেব।


৫। পুরা জামাআ'তে শুধুমাত্র ১ জন মাহরামের সহিত ২ জন মাস্তুরাত থাকিতে পারিবেন।

৬। মাস্তুরাত হামেলা, সার্বক্ষণিক অসুস্থা ও বয়ষ্কা সাথে না নেওয়া (৪ হইতে ৬ মাসের হামেলা হইলে ১০/১৫ দিনের জন্য যাইতে পারিবে)।

৭। পুরুষের সালানা চিল্লা আলাদা এবং মাস্তুরাত সহ ১০/১৫ দিন আলাদা । এই সময়টা পুরুষের সালানা চিল্লার মধ্যে গন্য হইবেনা।

৮। ১ বার ১০/১৫ দিন লাগানোর কমপক্ষে ১ বছর পর ২য় বার ১০/১৫ দিন লাগানো যাইতে পারে, তবে ১০/১৫ দিন লাগানোর পর ঐ বছরই যে কোন সময় চিল্লা লাগানো যাইবে ।

৯। ৩ দিনের জামাআতে বাহির হওয়ার জন্য যে সকল পাবন্দী ও শর্ত রহিয়াছে উহা ১০/১৫ দিনের জামাআ'তের জন্যও প্রযোজ্য হইবে।

৪০ দিনের জামাআ'তের শর্ত:


১। মাহরাম ৩ চিল্লা লাগানোওয়ালা হইতে হইবে। মাস্তুরাত কমপক্ষে ১ বার ১০/১৫ দিন লাগানোওয়ালী হইতে হইবে । ১০/১৫ দিন লাগানোর পর বাড়ীতে যাইয়া পূনরায় চিল্লার জন্য ছোয়াদ হইয়া চিল্লা লাগাইতে পারিবেন। এক বছর অপেক্ষা করার প্রয়োজন নাই।

২। মাস্তুরাতসহ চিল্লার জামাআ'তে বাহির হইলে পুরুষদের জন্য উহা সালানা চিল্লা হিসাবে গণ্য হইবে । উহার পর কমপক্ষে ২ বছর পুরুষের জামাআ'তে চিল্লা লাগানো জরুরী।

৩। ৩ দিন ও ১০/১৫ দিনের জামাআ'তের জন্য যে সকল পাবন্দী ও শর্ত রহিয়াছে উহা চিল্লার জামাআ'তের জন্যও প্রযোজ্য হইবে । তবে হামেলা অবস্থায় মাস্তুরাত চিল্লা লাগাইতে পারিবেন না ।

বিদেশ যানেওয়ালা জামাআ'তের শর্ত:


১। মাস্তুরাতসহ চিল্লা লাগানোর পর প্রথম বারে ১ বছর অতিবাহিত হইয়াছে এবং পরবর্তিতে প্রতিবারে ২ বছর অতিবাহিত হইয়াছে এমন হওয়া ।

২। মাস্তুরাত চিল্লা লাগানোর পর প্রতি বছর ৩ দিন ৩/৪ বার লাগাইয়াছেন এমন হওয়া ।

৩। ঘরে তালিম হয়, মাস্তুরাতের দাওয়াতের মেজাজ আছে, জোড় মিলের সাথে চলিতে পারেন এমন হওয়া।

৪। জামাআ'ত ৪ থেকে ৬ জোড়া হয়।

৫। নববিবাহিতা মাস্তুরাত ও হামেলা অবস্থায় মাস্তুরাতকে বিদেশ যানেওয়ালা জামাআ'তে তাশকিল না করা ।

৬। হিন্দুস্তান বা পাকিস্তানে চিল্লার জন্য যাইতে হইলে মাস্তুরাত কমপক্ষে ৩ দিন ৫ বার লাগানোওয়ালী হওয়া, মাহরাম কমপক্ষে ১ চিল্লা লাগানোওয়ালা হওয়া।
Next Post Previous Post