শবগুজারির ফাজায়েল
পাঁচ কামের মধ্যে শবগুজারি নাই। তবে শবগুজারির মধ্যে পাঁচ কাম আছে।
শুধু পাঁচ কামকেই তাবলীগ বলা হয় না। এছাড়া আরও অনেক বিষয় আছে যেমন টঙ্গী ইজতিমা। শবগোজারি একটি পরিবেশ। আছর, মাগরিব, ফজরের বয়ান, বিদেশী মেহমান আসে অনেক ওলামায়ে কেরাম আসেন।
শবগুজারিতে মসজিদওয়ার সব সাথী খানা বিছানা সহ আসবে। খানা বিছানা নিজে তৈয়ার না করে বিবি মেয়েদেরকে দিয়ে তৈয়ার করাবে।
একটি হাদীসের সারাংশ যে ব্যক্তি জিহাদের সামানা তৈয়ার করে দেয় সে যেন জিহাদের সমান সওয়াব পায়।
যে মেয়ে আজ বাপের বিছানা বাধছে বিয়ের পর সে স্বামীর বিছানা বাধবে। একটি রশি আগায়ে দিয়ে হলেও যেন শরীক থাকে।
মাওঃ ইউসুফ (রহঃ) বলেন, শবগুজারিতে চারটি আমল হবে। ১. বয়ান ২. তাশকীল
৩. রাত্রি জাগা (তাহাজ্জুদ) ৪. জামাত বিদায় করা (৩ চিল্লা / ১ চিল্লা)
জনৈক বুজুর্গ বলেন, কোন লোক যদি অন্য কোন আমল না করে শুধু শবগোজারি করে তবে সে তবলীগ ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না।
মাও. ইসুফ (রহ.) বলেন, যে ব্যক্তি শবগোজারি করবে আল্লাহপাক তাকে ঈমানের স্বাদ চাখায়ে দিবেন।
সোলইমান ঝানঝী (রহঃ) বলেন, শবে জুুমার ফজীলত শবে ক্বদরের চেয়েও বেশি।
যে ব্যক্তি শবে জুমার আমলে জুড়লো সে যেন আল্লাহতায়ালার রহমতের দরিয়ার মধ্যে রূহানী গোসল করলো।
শুধু পাঁচ কামকেই তাবলীগ বলা হয় না। এছাড়া আরও অনেক বিষয় আছে যেমন টঙ্গী ইজতিমা। শবগোজারি একটি পরিবেশ। আছর, মাগরিব, ফজরের বয়ান, বিদেশী মেহমান আসে অনেক ওলামায়ে কেরাম আসেন।
শবগুজারিতে মসজিদওয়ার সব সাথী খানা বিছানা সহ আসবে। খানা বিছানা নিজে তৈয়ার না করে বিবি মেয়েদেরকে দিয়ে তৈয়ার করাবে।
একটি হাদীসের সারাংশ যে ব্যক্তি জিহাদের সামানা তৈয়ার করে দেয় সে যেন জিহাদের সমান সওয়াব পায়।
যে মেয়ে আজ বাপের বিছানা বাধছে বিয়ের পর সে স্বামীর বিছানা বাধবে। একটি রশি আগায়ে দিয়ে হলেও যেন শরীক থাকে।
মাওঃ ইউসুফ (রহঃ) বলেন, শবগুজারিতে চারটি আমল হবে। ১. বয়ান ২. তাশকীল
৩. রাত্রি জাগা (তাহাজ্জুদ) ৪. জামাত বিদায় করা (৩ চিল্লা / ১ চিল্লা)
জনৈক বুজুর্গ বলেন, কোন লোক যদি অন্য কোন আমল না করে শুধু শবগোজারি করে তবে সে তবলীগ ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না।
মাও. ইসুফ (রহ.) বলেন, যে ব্যক্তি শবগোজারি করবে আল্লাহপাক তাকে ঈমানের স্বাদ চাখায়ে দিবেন।
সোলইমান ঝানঝী (রহঃ) বলেন, শবে জুুমার ফজীলত শবে ক্বদরের চেয়েও বেশি।
যে ব্যক্তি শবে জুমার আমলে জুড়লো সে যেন আল্লাহতায়ালার রহমতের দরিয়ার মধ্যে রূহানী গোসল করলো।