অযু ও তায়াম্মুমের মাসায়েল

অযু ও তায়াম্মুমের মাছায়েল

অযুর চার ফরজঃ

  • সমস্ত মুখমন্ডল ধোয়া।
  • দুই হাত কনুইসহ ধোয়া।
  • মাথা চার ভাগের এক ভাগ মাসেহ করা।
  • দুই পায়ের টাখনুসহ ধোয়া।

অযু ভংগের কারন সাতটিঃ

  • পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হলে (সামান্য হলেও)।
  • মুখ ভরিয়া বমি হওয়া।
  • শরীরের ক্ষত স্থান হতে রক্ত, পুজ বা পানি গড়াইয়া পড়লে।
  • থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হলে।
  • চিৎ, কাত বা হেলান দিয়ে ঘুম যাওয়া।
  • পাগল, মাতাল বা অচেতন হওয়া।
  • নামজে উচ্চ স্বরে হাসা।

তায়াম্মুমের ফরজ তিনটিঃ

  • নিয়ত করা।
  • মুখমন্ডল মাসেহ করা।
  • দুই হাত কনুইসহ মাসেহ করা।
Next Post Previous Post