মল যদি মলদ্বারের রাস্তা হতে অতিক্রম না করে থাকে তবে ঢিলার দ্বারা পরিষ্কার করা/শুধু পানি দ্বারা ধৌত করা যায়।
আর যদি অতিক্রম করে এবং তা এক দেরহাম হতে বেশি না হয়, তবে পানির দ্বারা ধৌত করা ওয়াজিব।
মল মলদ্বারের বাহিরে ছড়াইয়া পড়ে এবং এক দেরহাম হতে বেশি হয় তবে পানি দ্বারা ধৌত করা ফরজ।
ঢিলার দ্বারা পরিষ্কার করা সর্বাবস্থায় সুন্নত।
পেশাব যদি পেশাবের রাস্তা হতে অতিক্রম না করে থাকে তবে পানি দ্বারা ধৌত করা ওয়াজিব নয়।
আর যদি অতিক্রম করে এবং তা এক দেরহাম হতে বেশি না হয়, তবে পানি দ্বারা ধৌত করা ওয়াজিব।
এক দেরহাম অপেক্ষা কিঞ্চিত বেশী অতিক্রম করে থাকলে পানির দ্বারা ধৌত করা ফরজ।
ঢিলার দ্বারা কুলুখ করা সর্বাবস্থায়ই সুন্নত।
পুরুষের জন্য যতক্ষন না পেশাবের কাতরা বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত
ঢিলা ইত্যাদি দ্বারা কুলুখ নিয়ে মনের সম্পূর্ণ এতমিনান হাসিল করা ওয়াজিব।
তবে স্ত্রী লোকের কুলুখের আবশ্যকতা নাই। পেশাবের পর কিছুক্ষণ অপেক্ষা করে
পানি দ্বারা ধৌত করাই যথেষ্ঠ।
এরূপে পেশাব হতে পবিত্রতা লাভ না করা কবীরা গুনাহ।
ইহার জন্যে কবরে আজাব হয়।
পেশাবের কাতরা বন্ধ হওয়ার পূর্বে অযু করলে অযু হবে না এবং নামাজও হবে না।