(পুরুষ-মহিলা সবার জন্য) মনী অর্থাৎ বীর্য শরীর হতে উত্তেজনার সাথে বের
হলে (স্বাভাবিক/অস্বাভাবিক যেভাবেই হোক)। শরীরে উত্তেজনার সাথে মণী বের
হতে থাকলে যদি চেপে রাখে এবং উত্তেজনা চলে গেলে মনী বের হয় তবুও গোসল ফরজ
হবে।
স্ত্রী-সহবাসে স্বামী স্ত্রী উভয়েরই গোসলতো ফরজ হয়ই, এমনকি যদি কেহ
স্ত্রী সহবাস করতে উদ্যত হয় এবং পূর্ণ সহবাস নাও করে কিন্তু উভয়ের লিংগদ্বয়
খাতনার স্থান মিলিত হয়, তখন মনী বের না হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রী উভয়ের
উপর গোসল ফরজ হয়।
স্ত্রীলোকের হায়েজ (মাসিক ঋতুস্রাব) হলে যখন রক্ত বন্ধ হবে, তখন পাক পবিত্র ও নামাজের জন্য গোসল ফরজ হবে। (শুধু স্ত্রীলোকদের জন্য)
স্ত্রীলোকের নেফাস হলে অর্থাৎ সন্তান প্রসবের পর যে রক্তস্রাব হয় তা বন্ধ হলে, তখন পাক-পবিত্র ও নামাজের জন্য গোসল ফরজ হবে।