চল্লিশ হাদীস

চল্লিশ হাদীস


আমার যে উম্মত দ্বীন সম্বন্ধে চল্লিশটি হাদীস হিফজ করবে কিয়ামতের দিন আমি তার স্বাক্ষী ও সুপারিশকারী হবো। (কানজুল আমাল)

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

  • আল্লাহর উপর ঈমান আনবে তার জাত ও সিফাতের উপর বিশ্বাস করবে।
  • পরকালের উপর বিশ্বাস করবে।
  • ফেরেশতাদের উপর বিশ্বাস করবে।
  • আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস করবে।
  • সমস্ত নবীদের উপর বিশ্বাস করবে।
  • মৃত্যুর পর আবার জিন্দা হওয়ার উপর বিশ্বাস করবে।
  • ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয় এই তক্বদীরের উপর বিশ্বাস করবে।
  • স্বাক্ষী দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলিহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল।
  • বেহেস্তের মূল্য লা ইলাহা ইল্লাল্লাহ।
  • নামাজ বেহেশতের চাবি।
  • আল্লাহ জাল্লা শানুহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
  • নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো।
  • নামাজ দ্বীন ইসলামের খুটি।
  • নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়।
  • নামাজ মোমেনের নূর স্বরূপ। নামাজ শ্রেষ্ঠ জিহাদ।
  • দেহের জন্য মাথা যেমন দ্বীনের জন্য নামাজ তেমন।
  • ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল।
  • প্রত্যেক নামাজ পূর্ণভাবে অযু করে সময়মতো পড়বে।
  • দিবা-রাত্রির মধ্য বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে।
  • বিতির নামাজ কখনো ছাড়বে না।
  • যেকোন অবস্থায় কুরান তেলওয়াত ছাড়বে না।
  • প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনী এলম অর্জন করা ফরজ।
  • তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
  • কুরআন শরীফ তিলওয়াত সর্বোত্তম ইবাদত।
  • ইলমে দ্বীন চর্চার একটি মজলিশ ষাট বছর নফল ইবাদতের চেয়ে উত্তম।
  • জাকাত আদায় করবে।
  • রমজান মাসে রোজা রাখবে।
  • যদি সম্পদ থাকে তবে হজ্জ করবে।
  • আল্লাহর সাথে কাউকেও শরীক করবে না।
  • মাতাপিতার সাথে নাফরমানী করবে না।
  • শরাব/মদ পান করবে না।
  • জিনা করবে না, মিথ্যা স্বাক্ষী দিবে না।
  • আপন মুসলমান ভাইয়ের গীবত করবে না।
  • আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে।
  • বালা মুছিবতে ছবর করবে।
  • লজ্জা ও পবিত্রতা ঈমানের অংগ।
  • প্রভাতের শোয়া স্বচ্ছলতাকে দূরীভূত করে।
  • সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের স্বাক্ষী, এবং সুদের লেখক এই চার শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত, ফেরেশতা ও নবীদের পক্ষ থেকে লানত।
  • প্রতারনাকারী আমার উম্মত নয়।
  • হারাম ভক্ষণকারীর দেহ বেহেস্তে প্রবেশ করবে না।

বুখারী, মুসলিম, তিরমিজী, সুনানে আবু দাউদ, বায়হাকী ইত্যাদি হাদীস গ্রন্থ থেকে সংগৃহীত।
Next Post Previous Post