বড়দের বাতানো আমল
বড়দের বাতানো আমল
আজানের সময় আমলঃ
- আজানের জওয়াব দেওয়া।
- আজানের শেষে দুআ পড়া।
- দরূদে ইব্রাহীম পড়া।
- কবরের সওয়াল জবাব পড়া (রাদিতু বিল্লাহি রাব্বাও.........)।
- কালিমায়ে শাহাদাত পড়া।
মুসিবতের সময় চার আমলঃ
- নামায পড়া ।
- দুআ করা।
- সদকা দেওয়া।
- তওবা করা।
অহংকার দূর করার আমলঃ
- বেশী বেশী সালাম দেওয়া
- ছোট ছোট খেদমত করা
- গরীবের সাথে উঠা-বসা করা
- মউতের মোরাকাবা করা
চার আমলে কাজ থেকে বের হয়ে যাবেঃ
- গোপনে কবীরা গুনাহ করা।
- বড়দের দোষ দেখা।
- মসজিদের সাথে বেয়াদবি করা।
- আজানের সময় শোরগোল করা।
তিন আমলে এই কাজ করাবেনঃ
হযরতজী (রহঃ) বলেন, যে ব্যক্তি তিন কাজ করবে তার দ্বারা আল্লাহ্পাক এই কাজ করিয়ে নিবেনঃ
- পাবন্দীর সাথে নিজের হেদায়েতের নিয়্যতে দুই গাস্থ করা।
- যে ব্যক্তিই বয়ান করুক না কেন তা ফিকিরের সাথে শুনা।
- তিন দিনের জামাত অপরিচিত এলাকায় ও দুর্বল মসজিদে যাওয়া।
তিন আমলে কাজ থেকে বের করে দিবেনঃ
- যে ব্যক্তি মিম্বরে বসে বয়ান করার দ্বারা তৃপ্তি পাবে।
- যার খাওয়াছ লোকের সাথে বেশী মোলাকাত করার ইচ্ছা থাকে।
- কাজের মধ্যে নাই কিন্তু বেশী বেশী মাশোয়ারা করে।
কাজ করনেওয়ালার দুই আমল জরুরীঃ
- মেহনত।
- সোহবত।
মানুষ তিন কারনে আমল করেঃ
- নামের জন্য।
- দামের জন্য।
- রেজায়ে এলাহীর জন্য।
তিন জিনিসের হেফাজত তিন জিনিসের দ্বারাঃ
- কালিমা হেফাজত হবে আখলাকের দ্বারা।
- নামায হেফাজত হবে এখলাসের দ্বারা।
- এলেম হেফাজত হবে আল্লাাহতায়ালার রাস্তায় জান মাল খরচের দ্বারা।