পাঁচ কাজ

পাঁচ কাজ: মহল্লার সব ভাইদেরকে জাহান্নাম থেকে বাচানোর মেহনত


  • পরামর্শঃ মসজিদওয়ার পাঁচ কাজ অযূদে আনার জন্য মাশোয়ারা করা জরুরী। মাশোয়রার দ্বারা আল্লাহপাকের রহমত আসে। বেশী বেশী কামাইয়ের রাস্তা হলো মাশোয়ারা।

  • ২.৩০ ঘন্টার মেহনত: মহল্লায় যেন কোন বেনামাযি না থাকে, সবাই যেন আল্লাহতায়ালার রাস্তায় বের হয়। প্রত্যেক ঘরে প্রত্যেকের কাছে পৌছাতে হবে। প্রত্যেক ঘরে যেন তালিম শুরু হয়ে যায়। নিজের ফায়দা মনে করে করা।

  • উমুমী গাস্থ: উমুমী গাস্থ ইসলাহী আমল। কেহ যদি নিজের ইসলাহ চায় সে যেন উমুমী গাস্থ করে। উমুমী গাস্থে মুতাকাল্লিম হওয়ার চেষ্টা করা। আমীর হওয়ার চেষ্টা না করা।

  • দ্বিতীয় গাস্থঃ ১. মহল্লার পাঁচ কাজ চালু করার চেষ্টা করা ২. তালিম ও দাওয়াতের দ্বারা কি হবে ফাজায়েল বলা ৩. কাজ বুঝানোর জন্য ঐ মহল্লায় একদিন ২.৩০ ঘন্টার মেহনত করা।

  • তালিমঃ বয়ানের চেয়ে তালিমের গুরুত্ব বেশি। বয়ান বান্দার কথা আর তালিম আল্লাহ ও তার রাসূলের কথা। এই কথার উপর একীন পয়দা হয়।

  • ঘরের তালিমঃ  ঘরের মেয়েদের মধ্যে আল্লাহপাকের আজমত পয়দা হয়। বদ্বীনী হাওয়া চলছে, এই অবস্থা দূর করার জন্য ঘরের মধ্যে ৬ নম্বরের মোজাকারা করা।

  • মাসে ৩ দিন: দাওয়াওতের কাজে খুরুজ মোকাদ্দাম। যাতে প্রত্যেক বালেগ পুরুষ আল্লাহর রাস্তায় বের হয় এজন্য কোশেশ করা। মাওলানা সাঈদ আহমদ খান (রহঃ) বলেন, হক্বের উপর নিরাশ হওয়া কুফুরী।

পাঁচ কাজের বিষয়


  • পাঁচ কাজ হলো যাতা বা চক্কি। যাতা ঘোরার দ্বারা যেমনি গম থেকে আটা তৈরী হয়, তেমনিভাবে মেহনতের দ্বারা ঈমান এক্বীনের দরজায় পৌছাবে।৩য় হযরতজী (রহঃ) বলেন ঃ যে পাঁচ কাজ করে সে তো অবশ্যই ওলী, সে যে কত বড় ওলী সেটা আমার জানা নাই, তবে আমি এতটুকু বলতে পারি মউতের সময় তার কালেমা নসীব হবে।

  • ৩য় হযরতজী (রহঃ) আরও বলেন সারা দুনিয়ার ইনসানিয়াতের হেদায়েত লুকায়িত আছে পাঁচ কাজের মধ্যে। ইহা আমার নজরে আল্লাহপাক দেখাইতেছেন।

  • যে ব্যক্তি সওয়াবের নিয়তে এই কাজ করতে থাকবে সে বেশী দিন মেহনতে টিকতে পারবে না। এই মেহনত করতে হবে নিজের সংশোধনের জন্য।

  • আমারা যতটুকু মেহনত করি এটা যদি নবীদের ফিকিরের মত হয়, তবে তাদের সাথে হাশর হবে।
Next Post Previous Post